বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে। নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন  জয় কারাতে একাডেমির কমিটি সংস্কার: দায়িত্বে মুকুল, আবছার, জয়দেব শীর্ষ ৬ দালালের নিয়ন্ত্রণে কক্সবাজারের পতিতা ব্যবসা

ছোট মহেশখালী ইউপি নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ বার পঠিত

হ্যাপী করিম:

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সপ্তম ধাপে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪শে জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শরীফ বাদশা। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন…কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল, উপজেলার নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ব্রজগোপাল ঘোষ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক শাহাব উদ্দিন’সহ মতবিনিময় সভায় চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন, আসন্ন ৭ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এসময় উপজেলার নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, কেউ যেন নির্বাচন চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পেরে সেদিকে সজাগ থাকতে হবে, এই নিয়ে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs