নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ ঠাকুরতলা এলাকায় কালু সাধু গংয়ের হামলায় ২জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হলেন, স্থানীয় ঠাকুরতলা এলাকার যাত্রা মোহন দে প্রকাশ (দানেশ চন্দ্র দেব) (৭০), তার ছেলে সুমন কান্তি দে (২৫)।
ঘটনার বিবরণে প্রতক্ষ্যদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যাত্রা মোহন দৈনন্দিন কাজ শেষে স্থানীয় ঠাকুরতলা পুকুরে গোসল করতে গেলে কালু সাধু এবং তার ছেলে প্রনব দে পুকুরে মাছ চুরির অভিযোগ এনে যাত্রা মোহনকে হামলা করে। যাত্রা মোহনের শো-র চিৎকারে তার ছেলে সুমন এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে।
তাদের শোর চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে কালুসাধু গং ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরে পিতা পুত্রকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে আরও উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে রুপন দে বাদি হয়ে কালু সাধুসহ ৪ জনকে আসামি করে মহেশখালী থানায় এজাহার দায়ের করেছেন।
এই বিষয়ে মহেশখালী থানা অফিসার ইনসার্জ ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।