নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি।
মহেশখালী উপজেলার উত্তর সিপাহিরপাড়া গ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা করে নতুন ঘর তৈরি করে এলাকাবাসীকে অবরুদ্ধ করে রাখা অভিযোগ আব্দু শুক্কুরের বিরুদ্ধে।
১৯ ই মার্চ (মঙ্গলবার) সকালে
বিষয়টি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন জানার পর স্থানীয় মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিত্বে আজ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বন্ধ রাস্তাটি চলাচলের জন্য খুলে দেন।
পরে ভোক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী’রা চেয়ারম্যান ও মেম্বারের’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, নুরুল আবছার’সহ অসংখ্য স্থানীয় নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন।