প্রেস বিজ্ঞপ্তি,
পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে কক্সবাজার সদরের অন্তর্গত চৌফলদন্ডী কে একটি সুশৃংখল, শিক্ষা, সেবা ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তরের লক্ষে চৌফলদন্ডীর মান্যবর ব্যক্তিবর্গদের নিয়ে ১১ বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন, তারা হলেন, মোহাম্মদ আলম, সাবেক চেয়ারম্যান চৌফলদন্ডী ইউনিয়ন। অ্যাডভোকেট নুরুচ্ছবিহ, সাবেক চেয়ারম্যান চৌফলদন্ডী ইউনিয়ন।
ওয়াজ করিম বাবুল, বর্তমান চেয়ারম্যান চৌফলদন্ডী ইউনিয়ন। ডক্টর মুস্তাফা কামিল মাদানী, অধ্যাপক ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম। নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার চৌফলদন্ডী ইউনিয়ন। বদিউল আলম আমির, বিশিষ্ট রাজনীতিবিদ।
মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট রাজনীতিবিদ। এছারুল করিম, অধ্যাপক ঈদগাঁও রশিদ আহমদ কলেজ কক্সবাজার।
মোঃ ফয়সাল, আইনজীবী। হাসান মুরাদ আনাস, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ শাহজাহান, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক। উক্ত উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত। উক্ত আহবায়ক কমিটিতে যারা রয়েছেন। মিজানুর রহমান(জিকু) আহবায়ক, চৌফলদন্ডী স্বপ্নছোঁয়া তরুণ সংসদ। যুগ্ন আহবায়ক, মোঃ শফিকুর রহমান এবং মোহাম্মদ সেলিম। ইয়াসিন আরফাত (ইমন),সদস্য সচিব।
আরমানুল ইসলাম সাজ্জাদ, যুগ্ন সচিব। সিনিয়র সদস্য যথাক্রমে, মনজুর আলম, তানজিদ ওয়াহিদ লোটাস, জিন্নাত সাঈদ, মোঃ জাকির হোসেন, রায়হান উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, মোস্তাক আহমদ সামি, এহেছান উল্লাহ নিষাদ, মোহাম্মদ হাম্মাত, মোশারফ হোসেন খোকা, ওমর হাবিব, আব্দুল্লাহ বিন, জুয়েল রাখাইন, আতিকুর রহমান, আরফাত উদ্দিন, সদস্য হিসেবে যথাক্রমে মোঃ রিয়াদ, মোঃ শাহিনুর ইসলাম শাকিল, জিয়াউল হক জিয়া, মোঃ রায়হান, মোঃ আরমান, অঙ্কন দত্ত, রিদুয়ান আহমদ, মোহাম্মদ ইমরান, সাইফুল ইসলাম, অংক্যমো, মোঃ আলাউদ্দিন,। এতে নবগঠিত চৌফলদন্ডী স্বপ্নছোঁয়া তরুণ সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান জিকো বলেন, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। সবাইকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চৌফলদন্ডীকে শিক্ষাবান্ধব, সেবামূলক, এবং উন্নয়নমুখী হিসাবে গড়ে তোলা “চৌফলদন্ডী স্বপ্নছোঁয়া তরুণ সংসদের মূল উদ্দেশ্য এবং সে অনুযায়ী কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।