মোঃ উসমান গণি
কক্সবাজার সদর উপজেলা চৌফলদন্ডী এলাকায় ডাকাতদল গুলো ফের সক্রিয় হয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় চৌফলদণ্ডী ব্রীজের দক্ষিণ পাশে ১১ এপ্রিল ২১ ইং আনুমানিক রাত ৮টা ৩৫ মিনিট মোটরসাইকেল যোগে কক্সবাজার শহর হতে ঈদগাঁও আসার যাওয়ার পথে গতিরোধ করে সর্বশান্ত ছিনতাই এবং ছুরির আঘাতে অজ্ঞান হয়ে পড়ে এক পথচারী।
পথচারীরা দেখে আহত ব্যক্তিকে চৌফলদণ্ডী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। ডাকাত দল বেড়িঁবাধ দিয়ে সি এন জি যোগে পশ্চিম দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত ব্যক্তি জালালাবাদ পশ্চিম পালাকাটার সৌদি আরব প্রবাসীর সৈয়দ আলমের পুত্র ইসহাক (২৫)। সেই ভিশনে চাকুরী করে বলে জানান ভুক্তভোগীর পরিবার।