শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রামুর বিবেকারাম বৌদ্ধ বিহারে ৮ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা শুরু ১৩ ডিসেম্বর  উখিয়ায় সরকারী জমি দখল করে রোহিঙ্গা শ্রমিক দিয়ে দোকান নির্মাণ টেকনাফে বিজিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: আটক-১ মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে।

চৌফলদণ্ডীতে বিজয়ী প্রার্থীর নেতৃত্বে হামলা ও ভাংচুর – গুলিবিদ্ধ -১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বিজয়ী প্রার্থীর নেতৃত্বে পরাজিত প্রার্থীর লোকজনের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে উঠেছে । এ ঘটনায় পরাজিত প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ( ১৩ নভেম্বর) গভীর রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেলিম ইউনিয়নের খোনকারখীল এলাকার নুর আহমদের ছেলে। জানাযায়, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চৌফলদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন খোনকারখীল এলাকার জয়নাল আবেদীন ও ঘোনা পাড়া এলাকার মনজুর আলম । ৫২ ভোটের ব্যবধানে মনজুর আলম জয়লাভ করেন। এরপর থেকে মনজুর আলম তার দলবল নিয়ে পরাজিত প্রার্থীর আত্নীয় স্বজন ও সমর্থকদের উপর চরম ভাবে ক্ষীপ্ত হয়ে উঠে। এদেরকে রাস্তা ঘাটে মার ধর ও নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পরাজিত প্রার্থীর আত্নীয় আবদুল গফুরের ছেলে লেদুমিয়ার চিংড়ি ঘেরে হামলা ও ভাংচুর চালায় ।এ সময় লেদু মিয়ার ছেলে ও ঘেরে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় সেলিম গুলিবিদ্ধ হয় । তার পায়ে গুলি লাগে । তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সাথে কথা হলে জানান, মনজুর আলম বিজয়ী হওয়ার পর তার দলবল নিয়ে এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। আমার লোকজনের ওপর হামলা চালায় এবং চিংড়ি ঘের ভাংচুর করে এ সময় তাদের গুলিতে আমার এক সমর্থক গুলিবিদ্ধ হয়। তিনি আরো জানান, এ সব ঘটনায় নেতৃত্ব দেন খোনকারখীল চারা বটতলা এলাকার নুরুল আলম ও শফিকুল আলম। এ ব্যাপারে নব নির্বাচিত মেম্বার মনজুর আলমের স্বজনদের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করে। এলাকাবাসী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs