স্টাফ রিপোর্টার ।
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বিজয়ী প্রার্থীর নেতৃত্বে পরাজিত প্রার্থীর লোকজনের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে উঠেছে । এ ঘটনায় পরাজিত প্রার্থীর এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ( ১৩ নভেম্বর) গভীর রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেলিম ইউনিয়নের খোনকারখীল এলাকার নুর আহমদের ছেলে। জানাযায়, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চৌফলদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন খোনকারখীল এলাকার জয়নাল আবেদীন ও ঘোনা পাড়া এলাকার মনজুর আলম । ৫২ ভোটের ব্যবধানে মনজুর আলম জয়লাভ করেন। এরপর থেকে মনজুর আলম তার দলবল নিয়ে পরাজিত প্রার্থীর আত্নীয় স্বজন ও সমর্থকদের উপর চরম ভাবে ক্ষীপ্ত হয়ে উঠে। এদেরকে রাস্তা ঘাটে মার ধর ও নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পরাজিত প্রার্থীর আত্নীয় আবদুল গফুরের ছেলে লেদুমিয়ার চিংড়ি ঘেরে হামলা ও ভাংচুর চালায় ।এ সময় লেদু মিয়ার ছেলে ও ঘেরে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় সেলিম গুলিবিদ্ধ হয় । তার পায়ে গুলি লাগে । তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের সাথে কথা হলে জানান, মনজুর আলম বিজয়ী হওয়ার পর তার দলবল নিয়ে এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। আমার লোকজনের ওপর হামলা চালায় এবং চিংড়ি ঘের ভাংচুর করে এ সময় তাদের গুলিতে আমার এক সমর্থক গুলিবিদ্ধ হয়। তিনি আরো জানান, এ সব ঘটনায় নেতৃত্ব দেন খোনকারখীল চারা বটতলা এলাকার নুরুল আলম ও শফিকুল আলম। এ ব্যাপারে নব নির্বাচিত মেম্বার মনজুর আলমের স্বজনদের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করে। এলাকাবাসী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।