উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো. আলম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৯ আগস্ট) রাতে উখিয়া রাজাপালং ইউপির ৫ নম্বর ওয়ার্ডস্থ ওয়ালাপালং সাকিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে বাইকসহ তাকে আটক করা হয়েছে।সে উখিয়ার কুতুপালং ব্লক-বি এর মৃত মীর আহমদের ছেলে।সোমবার (৩০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ। পূর্বকোণকে তিনি বলেন, ওয়ালাপালং সাকিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. আলমকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।