শেফাইল উদ্দিন/আজিজুর রহমান রাজু:
বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী’র সম্পাদনা ও প্রকাশনায় কক্সবাজার জেলা থেকে প্রকাশিত পাঠকপ্রিয়
দৈনিক রূপালী সৈকত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার,সাংবাদিক সংসদ-কক্সবাজার এর সহ সভাপতি ও মানবাধিকার সংগঠক এবং জ্যেষ্ঠ সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ শনিবার(৩ আগস্ট)সকাল ৭টার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক রূপালী সৈকত পরিবার।
দৈনিক রূপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম শোকবার্তায় বলেন,ছৈয়দ উল্লাহ আজাদ মৃত্যুতে জেলায় একজন নিবেদিতপ্রাণ পরিচ্ছন্ন সংবাদকর্মীকে হারালো। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ শূন্যতা পূরণ হবার নয়। আমি দৈনিক রূপালী সৈকত পরিবারের পক্ষথেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি।
শনিবার আছরের নামাজের পর ঈদগাঁও উপজেলার পোকখালীর ইউনিয়নের গোমাতলীতে জানাযার নামাজের পর চিরনিদ্রায় শায়িত হয় সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ।তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।