জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের,ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন,চকরিয়াস্হ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১৯টির মত বুনো হাতির একটি পাল ঢুকে পড়ল লোকালয়ে। শুক্রবার (২৭আগষ্ট) সকাল ৬টার দিকে বুনো হাতির পালটি মানিকপুর বন বিটের অধীনে সুরাজপুর দক্ষিণের ছিড়ামোরা নামক এলাকায় এখনো অবস্থানরত আছেন। স্হানীয়রা জানান,মানিকপুর বনবিটের অধীন ছিড়ামোরা এলাকার সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশে পাহাড়ে অবস্হানরত আছেন।ওখানে কৃষকদের অনেক ধরণের ক্ষেতখামার আছে। এসবের ক্ষতি করছেন কিনা জানি না।তবে এক সাথে এতগুলো বুনো হাতি আর কখনো দেখিনি।বিধায় রাতে যদি মহল্লায় আক্রমণ করে। তাহলে কেউ প্রাণে বাঁচতে পারবেনা মনে আতঙ্কে আছেন তারা।পাহাড়ের ভিতরে যদি গহীন বন থাকতো।তাহলে এতগুলো হাতি কেন এখানে আসতো বলে প্রশ্ন তুলেন স্হানীয়রা। এবিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক(এসিএফ) আশিকুর রহমান বলেন,হঠাৎ বুনো হাতির একটি পাল লোকালয়ে এসেছে ঠিক।তবে বুনো হাতির পালটিকে নিরাপদে যেন বনে ফিরিয়ে দেওয়া যায়।তার জন্য বনকর্মীরা কাজ চালাচ্ছেন।তবে মহল্লার থেকে দুরে অবস্থান করছেন বুনোহাতি পালটি।বুনোহাতি আসলেও,কারো ক্ষতি এখনো করেনি।করতে না পারার মত পাহারায় বনকর্মীর একাধিক টিম মাঠে আছেন।