স্টাফ রিপোর্টার,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার(২২ ফেরুয়ারী) গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্বে দেন,সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম ও থানার অফিসার ইনর্চাজ(ওসি) মুহাম্মদ ওসামন গণি সহ কর্মরত সাব-ইন্সপেক্টরগণ। থানা পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে পলাতক থাকা জি আর ওয়ারেন্ট যাহার রিসিভ নং-২৩৭৯/২১, ২৩৭৮/২২, ১২১৮/২২, ১২২০/২২, ৩১৯৬/২২, ৩০৯২/২২ এর আসামী- মাহাবুব আলম (৪৬), মোঃ বাবুল (২০), আবদুল মন্নান (২৮), আবদুল শুক্কুর (৩১), মোঃ তারেক (২১),৬। মোঃ ইউসুফ (২৪), ও ০৬ (ছয়) টি সি আর ওয়ারেন্ট যাহার রিসিভ নং- ১৮৬৯/২২, ২০৬০/২২, ৮৫০/২২, ১৬৭২/২২, ১৬৭৪/২২, ২২৭৮/২২ এর আসামী- লক্ষিন্দ্র দে,মোঃ বশির (২৮),কফিল উদ্দিন,আব্দুস মতলব, আব্দুল খালেক,আবদু ছাত্তার, পিতা- মৃত অছিউর রহমান। চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে একই দিন আদালতের সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।