চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় গত ৮ফেরুয়ারী ভোর সাড়ে ৫টার সময় পিতার শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে মালুমঘাটে মর্মান্তিকভাবে সড়ক র্দূঘটনায় নিহত হলেন একই পরিবারের পাঁচ ভাই।তারা হলেন,
অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)।
বুধবার (১৬ফেরুয়ারী) বিকেলে সাড়ে ৫টার দিকে নিহত পরিবারের খোঁজ নিতে জেলা আ’লীগের পক্ষে ছুঁটে যান,জেলা আ’লীগের সাধারণ সম্পাক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।এসময় তিনি জেলা আ’লীগের পক্ষ থেকে নগদ একলক্ষ টাকার আর্থিক সহায়তায় হিসেবে অর্থ তুলে দিলেন,নিহতদের মা মানুবালা শীল হাতে।
এসময় উপস্হিত ছিলেন,জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম এবং বর্তমান চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী সহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ।
সহায়তায় প্রদান শেষে,মেয়র মুজিবুর রহমান নিহতদের মা মানুবালাকে শান্ত্বনা দেন।আরো
আহত থাকা রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)।শারিরীক খোঁজ-খবর নিয়েছেন।তাছাড়া জেলা আ’লীগ ও নিজেই নিহত ৫পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।কারণ সবই উপরওয়ালার লিলা খেলা বলে অশান্ত বৃদ্ধা মা ও বিধবা স্ত্রী,পিতৃত্বহারা সন্তানদের আহাজারি থামানোর চেষ্টা করেন।