চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ বাসের ধাক্কায় মোঃইসমাইল (২৬) নামের এক পথচারীর মৃত্যু হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার হারবাং নোয়াবাজার এলাকায় এ র্দূঘটনা ঘটেছে। নিহত ইসমাইল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়ার মোঃআবুল কালামের পুত্র। নিহতের মামা শিক্ষক মো. মানিক বলেন, আমার ভাগিনা নির্মাণাধীন রেললাইনে শ্রমিকের কাজ করে। সকাল ১০টায় নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল সে। হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ বাস তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়।এমতাবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল।চিকিৎসা চলাকালে তার মৃত হয়। এ বিষয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (ওসি) শরফ উদ্দিন বিকেল সাড়ে ৫টার দিকে র্দুঘটনায় আহত শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেন।বিধায় র্দুঘটনা কবলিত গাড়ীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।