স্টাফ রিপোর্টার।
চকরিয়া সড়কের পাশে প্যাকেটে মোড়ানো পরিত্যত্ত অবস্হায় এক শিশুর লাশ উদ্ধার করেন চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে দক্ষিণে পাশে সড়কে অর্থ্যাৎ শমসের পাড়া নামক এলাকা থেকে নবজাতক শিশুর লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী জানান, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে শমসের পাড়া এলাকায় রাতে ৯টার দিকে প্যাকেট মোড়ানো পরিত্যত্ত অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন।এসময় খবর পেয়ে ঘটনাস্হলে আসে অত্র দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম। পরে ৯৯৯ নম্বরে ফোনের পর চকরিয়া থানার এস আই গোলাম সরওয়ার ও এ এস আই মাসুদ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্হল থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ নবজাতক এক শিশুর লাশ উদ্ধার করেছেন।প্রাথমিক সুরতহাল রিপোর্ট শিশুর শরীরের কিছু অংশে হালকা দাগ পাওয়া গেছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।