জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারে চকরিয়ায় সড়কে ঝরল মেহেদী হাসান (১৮) নামের মোটর সাইকেল আরোহীর প্রাণ।
সোমবার (১৭ মে) সকাল ১১টা ৪৫ মিনিট সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্হ মালুমঘাট দরগাহ গেটের সামনে এ র্দূঘটনা ঘটেছে।
জানা যায়,মেহেদী হাসান (১৮) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহ কাটা(মাঝের পাহাড়) গ্রামের মোস্তাক আহমদ লালুর পুত্র।
প্রত্যক্ষদর্শিরা জানান,সকাল ১১ টা ৪৫ মিনিটের সময় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান বাড়ী থেকে বের হয়ে ঘটনাস্হলে পৌছে।এসময় ডুলাহাজারা থেকে চকরিয়াগামি ছারপোকা গাড়ী ঐস্হানে দাড়িয়ে যাত্রী নামাচ্ছেন।এমতাবস্হায় মোটরসাইকেল আরোহী গতি হারিয়ে দাড়িয়ে থাকা ছারপোকা গাড়িটির মধ্যখানে মেরে দিলে সাথে-সাথে উল্টে সড়কে পড়ে গেলে মেহেদীর মুখে গুরুত্বর আহত হয়।প্রত্যক্ষদর্শিরা আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্মরত চিকিৎসক আহতকে দেখে চমকে রেফার করে।চট্রগ্রাম নেওয়ার পথে সে বিকেল সাড়ে ৩টার মৃত্যূ বরণ করেন। তবু থাকে (চমক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যূটি নিশ্চিত করেছেন।
এবিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ সাফায়েত উদ্দিন বলেন,র্দূঘটনার বিষয়টি আমাকে কেউ জানাইনি।তবে শেষ বিকেলের দিকে অন্যদের কাছ থেকে শুনেছি।বিস্তারিত কিছুই জানিনা।সুতরাং এবিষয়ে খোঁজ নিতে চেষ্টা করছি।