জিয়াউল হক জিয়া
করোনা সংক্রমণ রোধে শারিরীক এন্টিবডি তৈরীতে সরকার কর্তৃক দেওয়া ফ্রি কোভিট-১৯ টিকা দানে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে ১ম ডোজ নেওয়া মানুষ গুলো স্বতঃস্ফূর্ত মনে ২য় ডোজ গ্রহণ করেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলাস্হ প্রতিটি পরিষদ চত্বরে টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। টিকা গ্রহণকারী জয়নাল আবেদীন মনু জানান,তিনি শারিরীক ভাবে বাত,ব্যথা,এলার্জি সহ বুকের ধপ-ধপ করা ও প্রায় সময় চোরা জ্বরে ভোগতেন।টিকা নেওয়ার পর থেকে তার এসব সমস্যার ৮০% উন্নতি হয়েছে বলে মনে করেছেন।বিধায় তিনি সকলকে র্নিভয়ে টিকা গ্রহণের আহবান জানিয়েছেন। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান ও তথ্যদানকারী পলাশ সুশীল বলেন,করোনা সংক্রমন রোধে সরকার বদ্ধপরিকর।তারই ধারাবাহিকতায় স্বইচ্ছায় নিবন্ধন করে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছেনা।তাদের মধ্যে সচেতনতা বাড়তে সরকার গণটিকা কর্মসূচি হাতে নিয়ে প্রতি ইউনিয়নে ৬০০জন ব্যক্তিকে টিকা দিতে নির্দেশ দেন।নির্দেশক্রমে পরিবার ও পরিকল্পনা স্বাস্থ্য কর্মীর মাধ্যমে আমরা চকরিয়ার ১৮টি ইউনিয়নে ৭সেপ্টেম্বর বুধবারে ২য় ডোজ দিয়েছি।এতে মোট ১০হাজার ৮০০জন ব্যক্তি ইউনিয়ন পরিষদ থেকে এটিকা স্বতঃস্ফূর্ত মনে গ্রহণ করেছেন।