জিয়াউল হক জিয়াঃ
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস”অদম্য আত্মবিশ্বাস”এই শ্লোগানকে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় যথাযথ মর্যাদায়,বিনম্র ও ভাবগাম্ভীর্য সাথে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। এই উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এমএ,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উত জামান,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (চকরিয়া সার্কেল)এএসপি তফিকুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান,ওসি(তদন্ত) সহ উপজেলার আইসিটি কর্মকর্তা এরশাদুল হক প্রমূখ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষা-প্রতিষ্ঠানের কচিঁ শিক্ষার্থীদের নিয়ে উপজেলা মোহনায় মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা,গান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।