জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে প্রতিবন্ধি শিশু আব্দুল্লাহ (৭) সলিল সমাধি হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের লতাপরীর মাজার সংলগ্ন মৎস্য ঘেরে এই দূর্ঘটনা ঘটে। নিহত,শিশু আব্দুল্লাহ(৭)অত্র ইউপির ৪নং ওয়ার্ডের মানিকপুর এলাকার মোঃশহিদুল্লাহর পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেন,স্থানীয় ইউপি সদস্য নির্মল বড়ুয়া বলেন,
মানিকপুরের লতাপীরের মাজার সংলগ্ন এলাকায় নিহতের পিতা শহিদুল্লাহর একটি মাছের ঘের রয়েছে।ওই ঘেরে শুক্রবার রাতে পাহারা দিতে যায় শহিদুল্লাহ,তার স্ত্রী ও নিহত শিশুটিও। শনিবার সকালের দিকে শিশু আবদুল্লাহ মাছের ঘেরের পানিতে নামলে সে পানিতে ডুবে যায়।হঠাৎ দেখতে পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।