চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই ভাইয়ের বসতঘর ভস্মিভূত হয়েছে।এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার আকতার আহমদ ও মোক্তার আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৭টার দিকে আকতার আহমদ ও মোক্তার আহমদের বাড়িতে হঠাৎ আগুন লেগে মূহুর্তের মধ্য পুড়ে ছাঁই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জেনেছি অর্তকিত অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট বাড়ীতে আগুন লেগেছে।খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাসস্হলে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বাড়ীর কোন লোকজন আহত না হলেও কোন মালামাল বের করতে পারায় ক্ষতির পরিমাণটা বেশী হবে।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃসাইফুল হাসান বলেন,বাড়ীতে আগুন লাগার খবর শোনা মাত্রই ফায়ার টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত পরিবারের মতে তাদের ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানিয়েছেন।