জিয়াউল হক জিয়া,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে আবরারুল ইসলাম মারুফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯জুলাই) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা তিন বটগাছ তলা এলাকায় এ র্দূঘটনা ঘটেছে।
সলিল সমাধি হওয়া শিশু মারুফ ওই গ্রামের মোঃনাজেম উদ্দিনের পুত্র।
শিশুর মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পৌরসভা ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম।
তিনি বলেন, টানা তিনদিনের ভারী বর্ষণে মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে চকরিয়া পৌরসভার দুইনম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্ধি হয়ে পড়েছে হাজারো পরিবার।এমতাবস্থায় ঘটনার দিন সকাল দশটার টার দিকে শিশুর মা ঘরের মধ্যে কাজ করেছিল। তার অগোচরে বাড়ির উঠানে বন্যার পানিতে কোন একসময় পড়ে যায় শিশু মারুফ। পরে তাকে ঘরের ভেতরে খোঁজাখুঁজির পর না দেখে তার মা ঘর থেকে বের হলে শিশুর মরদেহ উঠানের পানিতে ভাসতে দেখা য়ায়। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।