জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বেআইনি ভাবে বালু উত্তোলন কালে ২টি স্যালু মেশিন সহ ৩শত ফুট পাইপ ধ্বংস ও ১শত ফুট পাইপ জব্দ করেন সংশ্লিষ্ট বনবিভাগ।
শনিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ডুলাহাজারা বনবিটের রংমহল এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অভিযানের বিষয়ে ডুলাহাজারার বনবিট কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন জানান,ডুলাহাজারা বনবিটের বনভূমির উপর দিয়ে প্রবাহমান বগাইছড়ি খালে বেআইনি স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পায়।খবরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের বনকর্মকর্তা (ডিএফও) স্যারের নির্দেশক্রমে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তা নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এসময় অভিযান যাচ্ছি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।তবে খালে বসানো ২টি স্যালু মেশিন সহ ৩শত ফুট পাইপ ধ্বংস করেছি সাথে ১শত ফুট পাইপ জব্দ করে রেঞ্জ অফিসের নিয়ে এসেছি।
এবিষয়ে ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করি।এতে ২টি মেশিন সহ পাইপ ধ্বংস ও জব্দ করেছি।সুতরাং এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অবশ্যই বন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান।