জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের চকরিয়ায় বিজলী চমক বজ্রপাতে একটি মুদির দোকান সহ বসত ঘরের ১২টি বৈদ্যুৎতিক মিটার পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার সময় উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে বমুরকুল এলাকায় এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্হ মুদির দোকানের মালিক মোঃশফি জানান,প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।এমতাবস্হায় একই রাত ৩টার দিকে বজ্রপাতে আমার দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে আমরা কেউ না থাকায় হতাহত হয়নি।তবে ৩লাখ টাকার মত ক্ষতি হয়েছে। বমুবিলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতলব জানান,বৃহস্হপতিবার ভোররাতে প্রায় এক ঘন্টা সময় ধরে আকাশে বজ্রপাতের গর্জন হয়।এসময় বমুরকুল এলাকার একটি মুদির দোকান বজ্রপাত আঘাত হানে।এতে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।তবে হতাহতের ঘটনা ঘটেনি।এছাড়াও উক্ত বজ্রপাতের ঘটনায় ইউনিয়নজুড়ে ১০/১২টি বৈদ্যুতিক মিটারও পুড়ে গেছে।এসময় অনেক ঘর-বাড়ির ফ্যানও ফ্রিজ নষ্ট হয়ে গেছে।তাই বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।