জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে পিতার দার কূপে দোলনায় থাকা বাবু নামের ৫ মাস বয়সী শিশু পুত্র খুন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘাতকের নিজ বাড়ীতে এ ঘটনা হয়েছে। খুন হওয়া ৫মাস বয়সী বাবু,উপজেলার হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের এহেছান পুতুর পুত্র (খুনি)। এবিষয়ে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান,এহেছান পুতু চরপাড়ার বাসিন্দা।তবে সে হতদরিদ্র পরিবারের সন্তান।বর্তমানে পুতু নিজের কিছু জমানো টাকা সহ আরো কিছু ধার করজ্জ নিয়ে একটি পানের বরজ করেছে।হঠাৎ টাকার প্রয়োজন হওয়ায় তার স্ত্রী আয়েশা বেগমকে তার বাপের বাড়ী থেকে কিছু টাকা আনতে বলে।প্রতি উত্তরে স্ত্রী অপারগতা প্রকাশ করায়,রাগের মাথায় দা নিয়ে দোলনায় কূপ মারে।এসময় তার স্ত্রীর যমজ দুই শিশুর মধ্যে একটি দোলনায় ছিল।ফলে কূপটি শিশু পুত্রের গায়ে লেগে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।ঘটনার মূল এটি বলে তার স্ত্রী আয়েশা আমাকে জানিয়েছেন বলে উল্লেখ করেন। ঘটনার বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনর্চাজ) মোঃ আজহারুল ইসলাম বলেন,পিতা হাতে শিশু পুত্র খুন হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনা স্হলে যায়।দেখি দোলনাতে থাকা ছোট্র এক শিশুর লাশ দেখতে পায়।পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।শিশুর মা আয়েশা বেগমের লিখিত এজাহারে ভিত্তিতে মামলাটি রুজুর প্রক্রিয়াধিন রয়েছে।তবে ঘটনাস্হলে খুনি পিতা পলাতক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।