চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় পিকনিক বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মীর আহমদ (৩৫) নামের এক চালকের মৃত্যৃ হয়।এসময় একই বাসের আরো ১৫ জন মত যাত্রী কমবেশী আহত হয়েছে।
বুধবার(১২ জানুয়ারী) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা থেকে বিভিন্ন বয়সী প্রায় ৪০ জন লোক পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্য একটি বাসে করে কক্সবাজার যাচ্ছিল।
এমতাবস্থায় বাসটি চকরিয়ার পাগলিরবিল নামক ঘটনাসস্হলে পৌঁছলে হঠাৎ বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়কের উপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলে বাসের চালক মারা যান।এতে প্রায় ১৫জন মত যাত্রী কমবেশী আহত হয়েছে।তবে গুরুত্বর ৪/৫জন লোককে চমক হাসপাতালে নেওয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ সাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার কবলিব গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।