চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ গাড়ীর চাপায় একই পরিবারের পাঁচ ভাই নিহতের ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া থানায় একটি মামলা করা হয়েছে,যার মামলা নং-১৫/২২ইং। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। চকরিয়া ওসি (তদন্ত) মোঃ জুয়েল ইসরাম বলেন,বেপরোয়া পিকআপ গাড়ীর চাপায় একই পরিবারের পাঁচ ভাই নিহতের ঘটনায় মঙ্গলবার রাতে প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।৮ জানুয়ারী ভোরের ঘটনাটি ঘটলেও ঘাতক পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ।গাড়ীটি জব্দ হলেও,চালক পলাতক।বিধায় জব্দকৃত গাড়ী শনাক্ত পূর্বক চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।