চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় নাশকতা মামলার আসামী নুর হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আসামীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত-নুর হোসেন (৪৫) চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকার মৃত আহমদ কবিরের পুত্র। উল্লেখ্য,নুর হোসেন ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি।২০০৮ সালের নাশকতা মামলার আসামী নুর। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন,নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুর।পুলিশ তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করেছে। বুধবার সকাল ১০টার দিকে তাকে আদালতে সোর্পদ করা হয়।