জিয়াউল হক জিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাক আর পিকাপ (মিনি ট্রাক) গাড়ীর মুখোমুখি সংঘর্ষের মোঃ আব্দুল্লাহ (৩২) নামের এক কাচাঁ মাছ ব্যবসায়ী নিহত হয়।
শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের ইচাছড়ি নামক এলাকায় মর্মান্তিক এ র্দুঘটনা ঘটে।
নিহত, মোঃআবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ ছৈয়দের পুত্র।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বলেন,কক্সবাজারের টেকনাফ থেকে কাচাঁ মাছ ভর্তি পিকাপ (মিনি ট্রাক) গাড়ী রাতে চট্রগ্রামের উদ্দেশ্য রওনা হয়।এসময় উপজেলার উত্তর হারবাংনের ঘটনাস্হলে পৌছলে,অপরদিকে কক্সবাজারমূখি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এমতাবস্থায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।এসময় পিকাপের ভিতরে থাকা চালক ও তার পাশে থাকা মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ গুরুত্বর আহত হন।পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করেছে।পর দ্রুত চিকিৎসার জন্য স্হানীয় আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করে।এসময় র্দুঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করি।এদিকে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।