চকরিয়া সংবাদদাতাঃ
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহজনক ভাবে ৩ যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারের অদুরে উচিতারবিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, চকরিয়া উপজেলার পূর্বভেওলা ইউনিয়নের জামাল উদ্দিনের পুত্র রিপন (২৪), সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার লিয়াকত আলীর পুত্র শহীদুল ইসলাম(২২) ও কোরাখালী গ্রামের টুক্কু মিয়ার পুত্র কাইছার (২৫)। চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ ওসমান গণি জানান, মঙ্গলবার ভোররাতে ফাঁসিয়াখালীর উচিতারবিলে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে গোপনে জানতে পেরে পুলিশ পাঠানো হয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের থেকে অনেক গুলো চাবি, দা, সাবল, খন্দিসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে এসআই আবু সায়েম বাদী হয়ে
ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের পূর্বক চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীদের প্রেরণ করা হয়।