জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়ায় পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে নৈশ প্রহরী মোঃ খলিলুর রহমান (৩০) নামের যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ মে) ভোর ৫টার সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ বাস ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,নিহত মোঃখলিলুর রহমান (৩০) চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী এলাকার মোঃ হোসেনের পুত্র। নিহত যুবক ভাঙ্গারমুখ স্টেশন নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত আছেন।
প্রত্যক্ষদর্শী জানান,শনিবার ভোরে একটি পাথর বোঝাই ট্রাক ভাঙ্গারমুখ এলাকায় পৌঁছলে,ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ির উপর উল্টে পড়ে।ফলে পাশে থাকা নৈশ প্রহরী মোঃ খলিল গাড়ির নিচে চাপা পড়ে আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ শরফ উদ্দিন বলেন,র্দূঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে যায়।এসময় র্দূঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক।এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।