চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় দিন-দুপুরে ডাকাতির চেষ্টাকালে জনতার সহযোগিতায় জাহেদ মেম্বার ও তার দুই সহযোগীকে একটি অস্ত্র সহ জনতার সহযোগিতায় আটক করেছে চকরিয়া থানার পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের ছাইরাখালী উত্তর পাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। আটককৃতরা হলেন,সুরাজপুর-মানিকপুর ইউপির ১ নং ওয়ার্ডের জাহেদ মেম্বার, চিরিঙ্গা চরন্দ্বীপের নুরুল আলম পুত্র এমরান (২৮) ও বাইগ্গার পুত্র আব্দু ছবুর (৩২)। ঘটনা সূত্রে জানতে চাইলে, ফাসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মহি উদ্দিন বলেন,আমার এলাকার ছায়রাখালীর বাসিন্দা মৃত আব্দুল গফফার পুত্র আমির হোসেনের সাথে একই এলাকার তালেব আলীর টাকা পাওনাকে কেন্দ্র করে জামাতা সুরাজপুর-মানিকপুর ইউপির মেম্বার জাহেদ চরণদ্বীপের ২জন ভাড়াটিয়া লোক এনে ঝামেলা করে।এমতাবস্থায় দুইজনের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়।পরে জাহেদের লোকেরা তাকে কৌশলে আটকাতে চাই।এমন পরিবেশ দেখে স্হানীয় লোকজন তাদেরকে ঘেরাও করে রেখে চেয়ারম্যানকে খবর দেয়। ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী বলেন,আমার ইউনিয়নের ছাইরাখালী এলাকায় অস্ত্র সহ কারা নাকি এসে ঝামেলা করছিল।এসময় স্হানীয় লোকজন তাদেরকে ঘেরাও করে রেখে আমাকে খবর দিলে,আমি থানায় বিষয়টি জানিয়েছি।তখন পুলিশ গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে।এছাড়া ঘটনার বিস্তারিত আমি আপাতত কিছুই জানিনা। চকরিয়া থানার ওসি (তদন্ত) জুয়েল ইসলাম বলেন,ফাঁসিয়াখালী ইউপির ছাইরাখালী এলাকা থেকে জনতার হাতে অস্ত্র সহ আটক তিন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।তবে এখনো ঘটনা মূল রহস্য কি জানা যায়নি।রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন।