জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ার উপজেলার কাকারা ইউনিয়ন থেকে গত ১৯দিন পূর্বে রাতে আধারে একটি মোটরসাইকেল চুরি হয়। এবিষয়ে মোটরসাইকেলের মালিক কাকারা ইউপির ৫নং ওয়ার্ডের খাদেম পাড়া এলাকা জহির আহমদের পুত্র শাহেদ খান ছোট বাদী হয়ে গত ১৪ থানায় একখানা অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন,গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে কাকারার খাদেম পাড়া থেকে কে বা কারা আমার ব্যবহারিত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়(সংক্ষিপ্ত)। শনিবার(২অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে একদর পুলিশ বিজয় মঞ্চের সংলগ্ন এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে। এসময় পৌরসভা ২নং ওয়ার্ড হালকাকারা এলাকার মনছুর আলমের পুত্র মাহবুবুল আলম (২৫) ও ফাঁসিয়াখালি নোয়াপাড়া এলাকার হুমায়ুনকে সন্দেহজনক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চকরিযা থানার এসআই মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছি।এসময় দু’জন লোককে আটক করেছি।তারা এখনো থানা হেফাজতে আছেন।জিজ্ঞেসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।