চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ১৭ঘন্টার ব্যবধানে পৃথক দুইটি ঘটনায়,দুই গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলি বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ও শুক্রবার দুুপুর ১২টার দিকে হারবাং ইউনিয়নে মর্মান্তিক এঘটনা ঘটেছে। নিহত,ইয়াছমিন আক্তার(২৮) হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া গাড়ী চালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।তারা দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়েছিল। নিহত,রুমানা আক্তার(২৬) একই ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকার শফিকুর রহমানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হারবাংনে মুসলিম পাড়ার এক বাসাভাড়া থেকে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।তবে উদ্ধার এই গৃহবধূর কি? আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিত হত্যার শিকার হয়েছে।এ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে শুক্রবার দুপুরে একই ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় থেকে রুমানা নামের দুই সন্তানের আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহতের স্বামী হেফজ খানার শিক্ষক।কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক-পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।তবে কেন গৃহবধূরা আত্মহত্যা করেছে।তা খতিয়ে দেখতে পুলিশ মাঠে করছেন।উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানে ব্যবস্হা নেওয়া হবে।