শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

চকরিয়ায় ইভটিজিংনে বাধা দেওয়ায় স্কুল প্রধানকে ছুরিকাঘাত করে বখাটেরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বার পঠিত

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় ইভটিজিংনে বাধা দেওয়ায় মোঃ সালেহ উদ্দিন (৪০) নামের একজন প্রধান শিক্ষককে উপর্যুপুরি মারধর ও ছুরিকাঘাত করে বখাটেরা।
গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলার শিকার আহত শিক্ষক মোঃ সালেহ উদ্দিন (৪০) চরণদ্বীপ উপকূলীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই ইউনিয়নের বাসিন্দা মৃত হাজী মৌলানা হাবিবুর রহমানের পুত্র। আহতের ভাই মোঃশরীফুল ইসলাম কর্মরত সাংবাদিকদের কে জানান, ‘বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করে স্থানীয় আবদুল হাফেজের পুত্র ইব্রাহিম খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক।এবিষয়ে পূর্বেও স্হানীয় ভাবে বেশ কয়েববার শালিস-বিচারও হয়েছিল। গত এক সপ্তাহ আগেও ইভটিজিং ঘটনা আবারও বিচার হয়।এই বিচারে মধ্য শালিস কারকদেরকে মুছলেকা দিয়ে ছাড়া পায় বখাটে ইব্রাহিম ও খলিল।বিচারে মুছলেকা দেওয়ার উপর ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসালেহ উদ্দিন স্থানীয় ফুলকাটা সড়কের মাথায় পৌছলে তাকে গতিরোধ করে বখাটেরা।গতিরোধে সাথে-সাথে ইব্রাহিম ও খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবকেরা ওই শিক্ষককে হাতুড়ি দিয়ে উপর্যুপুরি মারধর ও ছুরিকাঘাত করে।এসময় প্রধান শিক্ষক সালেহ উদ্দিনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়া রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবাদানের শেষে উন্নত তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই শিক্ষক।

এই বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গণি বলেন,ঘটনাটি শুনেছি। তবে এই বিষয়ে এখনো আহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পায়নি।তবু একজন স্কুল প্রধানের উপর হামলাকারীদের দরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs