চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
আর্জেন্টিনা-ব্রাজিলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে।এসময় ছুরিকাঘাতে কফিল ও হাসান নামের দুইজন আহত হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আহমদ হোসেনের ছেলে আর্জেন্টিনা সার্পোটার কফিল উদ্দিন (২৩) ও একই এলাকার ওমর ফারুকের ছেলে ব্রাজিল সার্পোটার মো. হাসান (২২)।
স্থানীয়রা জানান, কফিল ও হাসান দুই বন্ধু ঘটনার দিন বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এসময় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল খেলা নিয়ে তর্কাতর্কি হয়।হঠাৎ দু’জনে উত্তেজিত হয়ে একজন অপরজনকে লোহার রড ও ছুরি দিয়ে আঘাত করে ফেলে।তা দেখে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে
তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসানকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন, এ বিষয়ে অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।