স্টাফ রিপোর্টার।।
চকরিয়ায় অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকা আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে উপজেলা প্রশাসন।পরে ধৃতদেরকে থানায় সোপর্দ করা হয়। সোমবার রাত সাড়ে ৯টার সময় মালুমঘাট স্টেশনের পূর্ব পাশে রেষ্ট ইন আবাসিক হোটেল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। তবে আটককৃত ৬নারী-পুরুষের নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে প্রশাসনের ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকদের জরিমানা ও মুছলেখা মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ডুলাহাজারাস্থ মালুমঘাট স্টেশনের কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে প্রশাসনের কাছে মৌখিক ভাবে ও মুঠোফোনে অভিযোগ করেন স্থানীয় বেশকিছু লোক। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ওই আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল থেকে ৬ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করে ও মুছলেখা মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।