নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ার শাহারবিলের রামপুর স্টেশনে মোঃ জয়নাল( ৩২) ও মোঃ জহির (২৬) নামের দুই যুবককে আটকে রেখে মারধর করে ৩৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।
৯৯৯ নাম্বারের সহযোগিতায় চকরিয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। আহত যুবক মোঃ জয়নাল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালীর শাহাজাহান মেম্বারের ছেলে, মোঃ জহির একই এলাকার আবুল কালামের ছেলে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়ছেন আহত মোঃ জহিরকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার এস আই মাইনুদ্দীন জানান, আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এজাহার পাওয়ার পর টাকা উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আহত মোঃ জহির কে বাদী করে রামপুরের কাজলী বাপের চর এলাজার মৃত ছিদ্দিক আহমদের ছেলে সরওয়ার আলমকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দেওয়া হয়েছে।