জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের নিয়মিত অভিযানে ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানাভূক্ত আসামীদের কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছালেহ আহমদ (৫০) উপজেলার ডুলাহাজারা ইউপির ৮নং ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়ার
মৃত ফেরদৌস আহমদের ছেলে।মিজানুর রহমান (৩২) ও মরিয়ম বেগম (৪৮) একই ইউপির ৯নং ওয়ার্ডের অলিবাপের জুমের আবুল হাসেমের ছেলে ও মেয়ে। নাছির উদ্দীন চরপাড়ার এলাকার বাহাদুর বৈদ্যের ছেলে। কাউছার উদ্দিন (১৯) বিএমচর ইউপির ১নং ওয়ার্ডের ছৈনাম্মারঘোনার রুহুল আমিনের ছেলে ও সিরাজুল মোস্তফা (৪০) খুটাখালী ইউপির ২নং ওয়ার্ডের মধ্যম মেদাকচ্ছপিয়া এলাকার আলী আকবরের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনঞ্জুর কাদের ভূইঁয়া জানান,থানা পুলিশের নিয়মিত অভিযানে ছালেহ আহমদ এর বিরুদ্ধে সিআর মামলা,মিজানুর রহমান এর বিরুদ্ধে সিআর মামলা,মরিয়ম বেগম এর বিরুদ্ধে সিআর মামলা, নাছির এর বিরুদ্ধে জিআর মামলা ও কাউছার উদ্দিন এর থানার মামলা নং-৫৭/২৪ইং ও সিরাজুল মোস্তফা এর থানার মামলা নং-২২/২৪ইং মামলার গ্রেপ্তারী পরোয়ানা জারি থাকায় আটক করা হয়েছে।আসামীদের কে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণের ব্যবস্হা করা হয়েছে।