চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া থানার নিয়মিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৬ আসামী গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাত থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন-মোঃ দিদারুল ইসলাম (৪৮) চিরিংগা ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব পালাকাটা এলাকার মৃত এম.এ শুক্কুরের ছেলে। মোঃ কালু (৬০)
হারবাং ইউপির ৯নং ওয়ার্ডের কুরবানিয়া ঘোনার মৃত হাবিবুর রহমানের ছেলে।আবু সালাম (৪২) পৌরসভার ২নং ওয়ার্ডের শমসের পাড়ার সোলায়মানের ছেলে।ছাবের আহমদ (৪৮) ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের ছেলে মৃত বাদশা মিয়ার ছেলে।নুরুল আমিন রিপন (৩২) খুটাখালী ইউপির ১নং ওয়ার্ডের সাতঘর পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে ও মোঃ জালাল উদ্দিন প্রকাশ মোঃ শাহজালাল (৩৩) কোণাখালী ইউপির মধ্যম কোণাখালীর মোঃ আব্দুল হাকিমের ছেলে।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুর কাদের ভূইঁয়া। তিনি জানান, মোঃ দিদারুল ইসলাম (৪৮) এর বিরুদ্ধে থানার মামলা নং-২৯/২৩ইং,মোঃ কালু (৬০) এর বিরুদ্ধে থানার মামলা নং-২৯/২৩ইং, আবু সালাম (৪২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৪০/৪১৪-২৪ইং, ছাবের আহমদ (৪৮) এর বিরুদ্ধে থানা মামলা নং-১১/২৪ইং,নুরুল আমিন রিপন (৩২) এর বিরুদ্ধে ৬ ছয়মাসের সিআর মামলার রয়েছে ও মোঃ জালাল উদ্দিন প্রকাশ মোঃ শাহজালাল (৩৩) এর বিরুদ্ধে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আটক করা হয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়।