সোমবার, ২৩ জুন ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে পুরুষ দিয়ে নারীদের সাজগোজের সংবাদে এলাকায় তোলপাড়! নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা  ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সেচ্ছাশ্রমে এক কিলোমিটার সড়ক মেরামত নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৪লক্ষ মানুষ মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন।

চকরিয়া জমজম হাসপাতালে উত্তেজনা: পালাক্রমে দুই পক্ষের পাহারা ও তালা ভেঙ্গে এমডি’র চেয়ার দখল!

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
চকরিয়ার স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল পরিচালনা কমিটির নির্বাচনে হেরে উচ্ছৃঙ্খলতার করা অভিযোগ উঠেছে সাবেক এমডি গোলাম কবিরের বিরোদ্ধে। বহিরাগত সন্ত্রাসি এনে দুর্বৃত্তায়নের মাধ্যমে তালা ভেঙ্গে এমডি’র চেয়ার দখল চেষ্টাকে কেন্দ্র করে দুই মালিক পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা পৃথক কক্ষে অবস্থান করে পালাক্রমে পাহারা বসিয়েছে । যদিও চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার ৩ মে সকাল পৌনে ৮ টার দিকে হাসপাতাল অভ্যন্তরে এমডি কক্ষ দখলকে কেন্দ্র করে সংঘটিত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় আতংকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে অনেক রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালের পরিচালক, প্রকৌশলী নুর হোসেন, ডাক্তার রুকন উদ্দিন, ডাক্তার আবুল হাসেম সহ অনেকে জানান,সাবেক এমডি গোলাম কবির কর্তৃক পাবলিক লিঃ কোম্পানী আইন ভঙ্গ করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এ ঘটনায় হতবিহ্বল হাসপাতালের অপরাপর কর্মকর্তা, ডাক্তার, নার্স সহ রোগীর স্বজনরা।

জানা যায়, কক্সবাজারের কুতুব দিয়ার মৃত এলাহাদাদের পুত্র মোহম্মদ গোলাম কবির বিপুল পরিমান অস্ত্র নিয়ে জেল খাটা একজন দাগী লোক। জেলখেটে পালিয়ে চকরিয়ার জামায়াত নেতাদের আশ্রয়ে ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ফাড়ীর পুর্বপার্শ্বে ঘর করে জীবন যাপন করছিলেন। জামায়াতের সাথে সংশ্লিষ্টতা থাকলেও আওয়ামিলীগের সাবেক এমপি জাফর আলম যুগের অন্যতম দোসর ছিলেন এই গোলাম কবির। গেলে বার জাফর আলম এমপি নির্বাচনে হেরে গেলে চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সদ্য জেল ফেরত আওয়ামিলীগের ক্যাডার ফজলুল করিম সাঈদীর সাথে গোপন আঁতাত করে বিনা নির্বাচনে ফের দখলে রাখেন এই এমডি’র চেয়ার। অভিযোগ উঠেছে গোলাম কবির জামায়াতের লোক পরিচয় দিলেও তলে তলে ছিলেন আওয়ামিলীগের একজন ডোনার।

সম্প্রতি আওয়ামিলীগের পতন হলে আবারো জামায়াতের নেতা পরিচয় দিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গত শনিবার তালা ভেঙে এমডি’র কক্ষে ঢুকে পড়েন দখলবাজ গোলাম কবির গং। তাৎক্ষণিক খবর পেয়ে চকরিয়া থানার এসআই রাজিব কুমার শাহার নেতৃত্বে একদল পুলিশ এসে গোলাম কবিরকে এমডির কক্ষ থেকে বের করে দিয়ে কক্ষে নতুন তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দখল বাজ গোলাম কবির ও নির্বাচিতদের মধ্যে চলছে পালাক্রমে পাহারা, উত্তেজনা-নজরদারী।
জমজম হাসপাতালের নির্বাচিত পরিচালক পক্ষের মোহাম্মদ এহসানুল আনোয়ারের লিখিত বক্তব্যে জানান, গোলাম কবির কর্তৃক বেআইনি ভাবে জমজম হাসপাতাল দখল করেছে।
বিগত  ১৬ জানুয়ারী ২০২১ তারিখ হতে জমজম হাসপাতাল পাবলিক লিঃ কোম্পানীতে রূপান্তর হয়। এর পর হতে কোম্পানীর  বিধি অনুসরণ করে এক- তৃতীয়াংশ পরিচালকের আবর্তনমুলক অবসর গ্রহনের মাধ্যমে হাসপাতালের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।একইভাবে ১৮ মে ‘২৪ ইং তারিখ জমজম হাসপাতালে অনুষ্ঠিত এজিএমে পাবলিক লিঃএর বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু যতবারই হারেন আওয়ামিলীগের এমপি, উপজেলা চেয়ারম্যানকে ব্যবহার করে চেয়ার আঁকড়ে থাকেন।

এ ব্যাপারে জমজম হাসপাতালের দখল-বেদখল শান্তি রক্ষায় নিয়োজিত চকরিয়া থানার এসআই রাজিব কুমার শাহা জানান, জমজম হাসপাতালের বিষয়টি নিয়ে এমুহূর্তে পর্যবেক্ষণে রয়েছে পুলিশ। পরে ওসি মহোদয়ে সাথে বৈঠক করে সিদ্ধান্ত যাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs