জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়াস্হ হারবাং বনবিটের শুধাংসু পাহাড়ের আলি পাড়া নামের পাহাড়ি বনভূমিতে পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সংশ্লিষ্ট বন বিভাগ।
মঙ্গলবার (২০অক্টোবর) সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে,হারবাং বন বিটের শুধাংসু পাহাড় ও আলিপাড়া নামে পাহাড়ি বনভূমি জবরদখল করে একটি সিন্ডিকেট চক্র।গোপনে সংশ্লিষ্ট বিভাগ খবর পেয়ে লোকজন সংবাদ পেলে,চুনতি রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়।এসময় দখলকারীরা পালিয়ে যায়।
চুনতি রেঞ্জকর্মকর্তা শাহীনুর রহমান বলেন,অবৈধভাবে বনভূমি দখল করার খবর পেয়ে দুইটি বাড়ী উচ্ছেদ করে,বনভুমি দখল মুক্ত করা হয়েছে।তবে জবরদখল কারীদের বিরুদ্ধে বন আইন মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।