জিয়াউল হক জিয়া,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে ৪টি বাড়ী পুড়ে ছাঁই।এতে ১৫লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ায় এ র্দুঘটনা ঘটেছে।
আগুনে পুড়া ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিকেরা হলেন,হেলাল,বেলাল,শহিদ সহ চার ভাই।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন-চেয়ারম্যান হেলান উদ্দিন।তিনি জানান,দুপুর সাড়ে ১২টার দিকে সাতঘরিয়া পাড়ার হেলাল সহ তাদের চারভাইয়ের বাড়ীতে আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে,তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এরই মধ্যে ঘরে ছাউনি,বিভিন্ন আসবাবপত্র,নদগ কিছু টাকা,স্বর্ণালংকার,কঁচি শিক্ষার্থীদের বই মূর্হুতে মধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে আনুমানিক ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে ধারণা করছি। তবে দিনে বেলায় আগুন লাগাতে লোকজন আহত হয়নি।কিন্তু আগুন লাগার সূত্রপাত এখনো উদঘাটন করা যায়নি। তবুও ক্ষতিগ্রস্হ পরিবারের আর্থিক সহযোগিতার হাত বাড়াতে উপজেলা প্রশাসন ও বিত্তশালীদের আন্তরিক সহযোগিতা চান তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফকরুল ইসলাম বলেন,আগুন লাগার খবর সহ পুড়া ছবিও পেয়েছি।আমি এবিষয়ে উধ্বর্তন কতৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি।তাছাড়া আমি ঘটনাস্থল পরির্দশনে যাব,সহযোগিতা করার চেষ্টা থাকবে।