স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার সীমানা বিরোধের জের ধরে দফায়-দফায় হামলা।পরে আব্দুল করিম (৮০) নামের বৃদ্ধকে একা পেয়ে কূপিয়ে হত্যা করেন চিহ্নিত দূর্বৃত্তরা।এসময় আরো ছয়জনকে গুরুতর আহত হন।
রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে নিহতের বসতভিটার সামনে এঘটনা ঘটেছে।
নিহত-আব্দুল করিম (৮০) উপজেলার সাহারবিল ইউপির ৮নং ওয়ার্ডের ঘুনিয়াকাটা-রামপুর এলাকার মৃত আতিক উল্লাহ ছেলে।
আহত-আলী আহমদ জানান,আমাদের বসতভিটার সীমানা নিয়ে পাশ্ববর্তী ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত প্রকৃতির এক পরিবারের সাথে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির জের ধরে রবিবার দুপুর ১২টা,২টা ও বিকেল ৪টার দিকে দফায়-দফায় হামলা করে দূর্বৃত্তরা।আমার বাবাকে একা পেয়ে চিহ্নিত দূর্বৃত্তরা কূপিয়ে আর এলোপাতাড়ি মারধর করলে,অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে আমরা গিয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।যখন আমরা বাবাকে উদ্ধার করতে যায়।এসময় তারা ফের হামলা করে আমাদের ৬জনকে গুরুতর আহত করেছেন।
চকরিয়া থানার এসআই সৌজাদুল্লাহ জানান,ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্হলে যায়।পরে উপজেলা হাসপাতালে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করি।পরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।নিহত পরিবার এজাহার জমা দিলে মামলা রেকর্ড পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।