চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া থানা বিষেশ অভিযান সাবেক পৌর কাউন্সিলর সহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নুরছ শফি (৩৫), সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলেট ফারুক (৩৭) ও হারবাং ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান (৩৫)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন- ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় তাদেরকে আটক করা হয়েছে।তাদের শনিবার আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।