স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ‘ঈদমনি লাল ব্রিজ’এর পাশে সড়কের পাশে পড়ে থাকা রক্তাক্ত নারী পরিচয় মিলিছে।লাশটি উদ্ধার করেন চকরিয়া থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এবিসি আঞ্চলিক সড়কের লাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছিল।
নিহত- নারীর নাম বুলবুল আক্তার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন-
স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে গত মঙ্গলবার রাত ১০টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের ঈদমনি লাল ব্রীজ এলাকার সড়কের পাশে এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনেন।পরে পরিচয় শনাক্ত করি।তারপর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি।তবে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীতে দেখা যায় নিহত নারী পেটের দুইপাশে ছুরিকাঘাতে চিহৃ রয়েছে।তাই ওই নারীকে হত্যা করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।