স্টাফ রিপোর্টার,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় ভাইয়ের বিয়েতে যাওয়ার তেলবাহি ট্রাকের সাথে দুইটি মোটরসাইকেলের মূখোমুখি সংঘর্ষে মিছবাহ উদ্দিন(২৮)নামের এক যুবক নিহত হন।এসময় র্দুঘটনায় আরো ৫জন লোক আহত হয়ে চমক হাসপাতালে মৃত্যু শর্যায় লড়ছেন।
সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মৌলভীরকুম পৌর-এলাকার ঝিলমিল ক্যাফের সামনে বিকেল সাড়ে ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মিছবাহ উদ্দিন উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন-উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার ইসলাম আহমদের ছেলে জামাল উদ্দিন (৩৮), একই এলাকায় খোরশেদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫), নিহত মিছবাহ উদ্দিনের স্কুল পড়ুয়া ছোট ভাই মোনতাজির (১৫), চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার শাহাব উদ্দিনের ছেলে আক্কাস উদ্দিন (৩২) ও ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে শাহাব উদ্দিন (২৬)।
জানা যায়,ঘটনার দিন সোমবার মিছবাহ উদ্দিনের ভাই মিসকাত উদ্দিনের বিয়ে ছিল।বড় ভাইয়ের বউ আনার জন্য মোটরসাইকেলে যাওয়ার পথে ঘটনাস্থল মৌলভীরকুম বাজার-সংলগ্ন ঝিলমিল ক্যাফের সামনে পৌঁছালে বিপরীত দিক আসা তেলবাহী ট্রাকের সাথে দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়ক থেকে ছিটকে পড়ে আহত হয়।পরে স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিছবাহ উদ্দীনকে মৃত ঘোষণা করন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।এরমধ্যে আরো দুই আরোহী আশস্কাজনক।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি, পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া বলেন,মৌলভীকুম বাজারের পাশে তেলবাহি ট্রাকের সাথে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে মিছবাহ নামের একলোক মারা যান।কমবেশি মোটরসাইকেল আরোহীরা আহত হন।তবে আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দূর্ঘটনা কবলি গাড়ীগুলো জব্দ করা হয়েছে।র্দুঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।