চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সাব-রেজিস্ট্রার অফিসের একজন দলিল লিখকের বিশ্বস্ত সহকারী সালাহ উদ্দিন লিমন (২৬) নামের যুবকটির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে পৌরসভার লামার চিরিংগা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত-সালাহ উদ্দিন লিমন(২৬) চকরিয়া পৌরসভার নামার চিরিংগার চেয়ারম্যান পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান মুন্সির ছেলে।
নিহত পরিবারের সদস্যরা জানান,মঙ্গলবার ‘দুপুরে গোসল সেরে বাড়ির ফ্যানের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়।সম্ভবত লিমনের গায়ে ভেজা কাপড় ছিল।তাই দ্রুত শরীরের বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল।তারপরও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বিদ্যুৎপৃষ্ঠ যুবকটি মারা গেছে।তার মৃত্যু নিয়ে কোন অভিযোগ নেই।তাই নিহত পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’