স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারে চকরিয়া দু’পক্ষের আধিপত্য বিস্তার দখল-বেদখল,চাঁদাবাজি,ছিনতায়ের ভাগবন্টের অমিল নিয়ে কানাগোষায় লেগে থাকা রেশকে কেন্দ্র করে ফের হত্যাযজ্ঞ কর্মকান্ডে ফজলে হাসান রিয়াদ(২৪) “পা”,মোঃ ছোটন(৩০) হাতের কজ্বি কেটে ফেলা সহ জিহাদ আল রিহান(১৯)কে গুলি করে আহত করা হয়েছে।তবে পা কেটে ফেলা রিয়াদ শনিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধিনবস্হায় চমক হাসপাতালে মারা যান।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বদরখালী ইউপির টুটিয়াখালী মসজিদের সামনের রাস্তার উপরে এঘটনা ঘটেছে।
নিহত-ফজলে হাসান রিয়াদ (২৪) বদরখালীর ৪নং ওয়ার্ডের মগনামাপাড়ার ফরিদুল ইসলামের ছেলে।
আহতেরা হলেন-হাতের কজ্বি কাটা মোঃ ছোটন(৩০) একই ওয়ার্ডের টুটিয়াখালী এলাকার আব্দুল জলিলের ছেলে, গুলিবিদ্ধ জিহাদ আল রিহান(১৯) ৮নং ওয়ার্ডের মাতারবাড়ী পাড়া বারেক আহমেদের ছেলে।
স্হানীয়রা জানান,শুক্রবার রাতে বদরখালী বাজার থেকে জিহাদের মোটর সাইকেল পিছনে,রিয়াদ,ছোটনও উঠে তারা বাড়িতে ফিরছিলেন।এমসয় তারা ঘটনাস্থল টুটিয়াখালী পৌঁছলে পরিকল্পিতভাবে উৎপেতে নজরুল বাহিনীর লোকেরা তাদেরকে গুলি করে।প্রতিপক্ষের ছোঁটা গুলি জিহাদের পায়ে লাগলে,তারা গাড়ী বন্ধ করে,কারা গুলি করল দেখতে আসছে।এমতাবস্হায় দূর্বৃত্তরা দৌঁড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে রিয়াদের ডান পা,ছোটনের বাম হাতের কজ্বি কেটে ফেলে চলে যায়।বাহিনী প্রধান-নজরুল (৩৬) একই ইউপির মগনামাপাড়ার নাজেম উদ্দিনের ছেলে।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, টুটিয়াখালী পাড়ায় দুটি বাহিনীর আধিপত্য বিস্তার বিরাজমান। তার মধ্যে এক বাহিনীর প্রধান সদ্য হাট কেটে ফেলা মো.ছোটন। আরেকটির প্রধান নজরুল। ২০২২ সালের ২৩ জানুয়ারি জমিসংক্রান্ত বিষয়ে সালিসী বৈঠকে খুন হওয়া টুটিয়াখালী পাড়ার জয়নাল আবেদীন হত্যার ১ নং আসামী ছোটন। সে মাত্র কয়েক দিন আগে জামিনে নিয়ে জেল থেকে বের হয়ে আসেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,শরীর থেকে পা কেটে ফেলা যুবক রিয়াদ মারা গেছে,বাকীরা চিকিৎসাধিন রয়েছে।ওই এলাকায় দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ঝগড়াঝাঁটি লেগে থাকে বলে শোনেছি।সুতরাং ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।