মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুল হাসান এর জানাযার নামাজে শোকাহত মানুষের ঢলঃ বিভিন্ন মহলের শোক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে ফের বাংলাদেশীর পা বিচ্ছিন্ন মহেশখালীতে টমটম চাপায় শিশুর ম*র্মান্তিক মৃত্যু মহেশখালীতে আম গাছ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রের মৃ’ত্যু! কক্সবাজারের উখিয়া থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করলো সাতঘরিয়া পাড়াবাসী রামু কলেজে নবাগত অধ্যক্ষের সাথে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে বরণ করলো সাতঘরিয়া পাড়াবাসী ঈদগাঁওতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন  মহেশখালীতে মামার হাতে ভাগিনা খুনের ঘটনায় গ্রেফতার ৪

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় ভিন্নধর্মী ব্যবসা কেন্দ্র “নিত্যদিনের বাজার”

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় চালু করা হয়েছে নিত্যদিনের বাজার নামক এক ব্যাতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই ব্যবসা প্রতিষ্ঠানের দুটো শাখা এবং ঢেমুশিয়া ইউনিয়নে দুইসহ মোট চারটি ব্যবসা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া হস্তশিল্প ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা শারমিন জন্নাত ফেন্সি, আই ও এম প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাসেল ও আনিসুল ইসলাম, ইউনাইটেড পারপাসের প্রতিনিধি অপুল ত্রিপুরা ও আহসান নেওয়াজ।
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে আইওএম এর সহযোগীতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলায় সামাজিক সংহতি ও সুশীল সমাজের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত ইউনাইটেড পারপাস এর প্রকল্প কর্মকর্তা আহসান নেওয়াজ জানান, এই প্রকল্পের আওতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলার ৬টি উপজেলায় মোট ৩৬টি স্ব-সহায়ক দল গঠন করে। প্রতি দলে ২৫ জন উদ্যোক্তা রয়েছে।
প্রত্যেক স্ব-সহায়ক দলে জন্য ব্যাতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান  “নিত্যদিনের বাজার” নামে ৩৬টি ব্যবসা কেন্দ্র চালু করার লক্ষে আজকের এই আয়োজন। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একাধারে উদ্দোক্তারা তাদের উৎপাদিত শাক সব্জি, তৈরী  পোশাক, হস্তশিল্প, পোল্ট্রি, স্বাস্থ্য সুরক্ষা পণ্য এবং গৃহস্তালীর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় করে সাবলম্বী হওয়ার  সুযোগ পাবে। আমরা আশাকরি উদ্যোক্তাদের সম্মিত প্রচেষ্টায় তাদের উৎপাদিত পণ্য নিত্যদিনের বাজারের মাধমে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ের বাজারে পণ্যের চাহিদার পুরাণে কিছুটা হলেও অবদান রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs