বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মহেশখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চকরিয়ায় হাইব্রীড ধান ও উফশী সার পেয়ে খুশিতে উৎফুল্ল উপকারভোগী কৃষকেরা চকরিয়ায় উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এখন কক্সবাজারে। নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন  জয় কারাতে একাডেমির কমিটি সংস্কার: দায়িত্বে মুকুল, আবছার, জয়দেব শীর্ষ ৬ দালালের নিয়ন্ত্রণে কক্সবাজারের পতিতা ব্যবসা

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় ভিন্নধর্মী ব্যবসা কেন্দ্র “নিত্যদিনের বাজার”

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পঠিত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় চালু করা হয়েছে নিত্যদিনের বাজার নামক এক ব্যাতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই ব্যবসা প্রতিষ্ঠানের দুটো শাখা এবং ঢেমুশিয়া ইউনিয়নে দুইসহ মোট চারটি ব্যবসা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, চকরিয়া হস্তশিল্প ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট নারী উদ্যোক্তা শারমিন জন্নাত ফেন্সি, আই ও এম প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাসেল ও আনিসুল ইসলাম, ইউনাইটেড পারপাসের প্রতিনিধি অপুল ত্রিপুরা ও আহসান নেওয়াজ।
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে আইওএম এর সহযোগীতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলায় সামাজিক সংহতি ও সুশীল সমাজের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত ইউনাইটেড পারপাস এর প্রকল্প কর্মকর্তা আহসান নেওয়াজ জানান, এই প্রকল্পের আওতায় ইউনাইটেড পারপাস কক্সবাজার জেলার ৬টি উপজেলায় মোট ৩৬টি স্ব-সহায়ক দল গঠন করে। প্রতি দলে ২৫ জন উদ্যোক্তা রয়েছে।
প্রত্যেক স্ব-সহায়ক দলে জন্য ব্যাতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান  “নিত্যদিনের বাজার” নামে ৩৬টি ব্যবসা কেন্দ্র চালু করার লক্ষে আজকের এই আয়োজন। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একাধারে উদ্দোক্তারা তাদের উৎপাদিত শাক সব্জি, তৈরী  পোশাক, হস্তশিল্প, পোল্ট্রি, স্বাস্থ্য সুরক্ষা পণ্য এবং গৃহস্তালীর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় করে সাবলম্বী হওয়ার  সুযোগ পাবে। আমরা আশাকরি উদ্যোক্তাদের সম্মিত প্রচেষ্টায় তাদের উৎপাদিত পণ্য নিত্যদিনের বাজারের মাধমে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ের বাজারে পণ্যের চাহিদার পুরাণে কিছুটা হলেও অবদান রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs