জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গেল তিন মাসে ডাকাতি, মলম পার্টি, মাদক ব্যবসায়ী হত্যা, সাজাপ্রাপ্ত, অস্
ত্র উদ্ধার,চোর সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪৭৮ জন পলাতক আসামী ধরে রেকর্ড করলেন থানা পুলিশ।
সেপ্টেম্বর,অক্টোবর,নভেম্বর ও ডিসেম্বর মাসে আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া।
তিনি জানান-চকরিয়া থানায় আমার যোগদানের পর কর্মকালীন ৩ মাস ১২ দিনে সর্বমোট ৪৭৮জন আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।আমার সাথে থানায় সরকারী দায়িত্ব পালন করা পুলিশ অফিসারেরা পরিশ্রমী,সাহসী ও দায়িত্ববান। যার ফলে পেশাদার ডাকাত-২২জন, মলম পার্টি-৩ মাদক ব্যবসায়ী-১৪, নিয়মিত মামলার-১৭১, সাজা প্রাপ্ত আসামী-২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী-১৯১ জন সহ অন্যান্য আসামী গ্রেফতার-৪৯ ধরা হয়েছে।এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায়-১২জন ডাকাত,ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায়-২ জন,
কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলার-১জন,খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলার-৩ জন,অস্ত্র উদ্ধার-৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি,ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২টি টমটমের ব্যাটারী উদ্ধার,
মাদক-৪৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা-৪৩ কেজি ৬৫০ গ্রাম উদ্ধার,২৭লিটার চোলাই মদ উদ্ধার সহ ১জন গরু চোর সহ ১টি গরু উদ্ধার,৮টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করতে সক্ষম হয়।নিয়মিত বিশেষ অভিযান সহ অপরাধ দমনে বদ্ধপরিকর হয়ে কাজ করে যাবো বলে অভিমত প্রকাশ করেন তিনি।
সচেতন মহল একাধিক ব্যক্তি জানান-গেল ১৬ বছরের এক নায়কতন্ত্র শাসনকে ২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ছাত্র আন্দোলন বিতাড়িত করার পর যোগদানকৃত থানার চৌকস পুলিশ পরিদর্শক (ওসি) মনজুর কাদের ভূইঁয়া কর্মকালীন সময়ের অপরাধ দমনে রেকর্ড পরিমাণ আসামী গ্রেফতার করে নজিরবিহীন রেকর্ড গড়ে প্রশংসায় ভাসছেন দাবী তাদের।