স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়াস্হ ফুলছড়ি রেঞ্জাধিন ফুলছড়ি বনবিটের কেলিবিল কেরামত ঘোনার পূর্বে অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া হাতিটিকে গোপনে দাফন করা হয়েছে।
গত ২৪জুলাই কেরামতের ঘোনায় হাতিটি দাফন করা হয়।দাফনের সময় রেঞ্জ কর্মকর্তা,ফুলছড়ি বিটকর্মকর্তা ও পূর্ণগ্রামের বিটকর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেলিবিল কেরামত ঘোনার নার্সারীর প্রহরী ছিলেন মোঃকালু,জিয়াবুল। প্রহরী মোঃ কালু মুঠোফোনে বলেন,হাতিটির গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।এই ঘটনার সাথে আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। পূর্ণগ্রাম বিটের বরই বাগানে হাতি তাড়ানোর জন্য প্রায় সময় গুলি করে।হয়তো সেখান থেকে গুলি খেয়ে এখানে এসে পড়ে মরে গেছে।তাই হাতিটি পূর্ণগ্রামের বিটকর্মকর্তা দেখে গেছে শুনেছি।পরে দাফনের সময় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও ফুলছড়ি বিটকর্মকর্তার উপস্থিত ছিলেন।অন্যরা জানান,হাতিটি দাফন করেন নাসারীর প্রহরী মোঃকালু,জিয়াবুল,বনের সাথে জড়িত কামাল সহ আরো ১২/১৫জন লোক মিলে কেলিবিল কেরামত ঘোনাতে গর্ত করে হাতিটি দাফন করেছে।
এবিষয় ফুলছড়ি বিটকর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন-আমি ছুটিতে ছিলাম।তাই হাতির মৃত্যুর বিষয়ে কিছুই জানিনা।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমেদ বলেন-বনে হাতির মৃত্যুর বিষয়ে কেউ আমাকে কিছুই জানাইনি বলে অস্বীকার করেন।