স্টাফ রিপোর্টার,কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী সড়কে ছিটকে পড়ে।এমতাবস্থায় আরেকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে আনিসুল মোস্তফা (৩৫) নিহত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) ভোর সাড়ে তিনটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত- আনিসুল মোস্তফা (৩৫)। উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিম উল্লাহর ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে ফলের দোকান করনে।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইনর্চাজ) মাহবুবুল হক বলেন, ভোর সাড়ে তিনটার ঘটনাস্থল লোহাগাড়ামুখি একটি সিএনজি পৌঁছলে,এসময় একটি মাইক্রোবাস ধাক্ক দেয়। এ সময় সিএনজি একযাত্রী সড়কে ছিটকে পড়ে।এমতাবস্থায় কক্সবাজারমুখী অন্য একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আনিসুল মারা যান।পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়াও দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। অন্য দুটি গাড়ি ধরার জন্য চেষ্টা চলছে বলে জানান।